সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যনতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে শান্তা জাহান

নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে শান্তা জাহান

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

দীর্ঘদিন ধরেই উপস্থাপনা করে যাচ্ছেন শান্তা জাহান। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একটি শো’তে উপস্থাপনা করে এলেন। দেশে ফিরেও একের পর এক স্টেজ শো, টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শান্তা জাহান। এরইমধ্যে তিনি জানালেন নতুন ইংরেজি বছর ২০২৬-এ জীবনকে নতুন করে সাজাবেন তিনি। শান্তা জাহান বলেন,‘ সত্যি বলতে কী বহুবছর যাবত উপস্থাপনার সাথে আমি যুক্ত। প্রতিনিয়তই কোনো না কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছি, হয় সেটা স্টেজ শো নয় টিভি শো। দেশের বাইরেও স্টেজ শো করছি। তবে হ্যাঁ বিগত বেশ কয়েক বছর যাবত কোয়ালিটির দিকে মনোযোগও দিচ্ছি। যেকোনো অনুষ্ঠানেউ উপস্থাপনার জন্য ডাক আসলে যে করছি তাও নয়। বুঝে শুনে অনুষ্ঠানের গুরুত্ব বুঝেও উপস্থাপনা করছি। যে কারণে আগের মতো সব অনুষ্ঠানের উপস্থাপনাতেও আমাকে দেখা যায়না। অনেকেই আমার কাছে জানতে চান উপস্থাপনায় ভবিষ্যত কেমন, আমি তাদের বলি-নিজের মতো করে এখানে নিজের মেধা দিয়ে, পরিশ্রম করে জায়গা করে নিতে পারলে উপস্থাপনায় এখানে যে কেউ উজ্জ্বল ভবিষ্যত করে নিতে পারে। তবে আমি এখন উপস্থাপনার পাশাপাশি নতুন কিছু করার কথাও ভাবছি। অভিনয়তো টুকটাক করি বা করেছিও। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। ভাবছি এর বাইরে নতুন কিছু করবো নতুন বছরে। সেটা নিয়েই পরিকল্পনা চলছে। আমার খুউব কাছের কিছু মানুষ জানেন আমি কী করবো, আপাতত নিজেকে গুছিয়ে নিচ্ছি।’ শান্তা জাহানকে সর্বশেষ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

সম্প্রতি

আরও খবর