থ্রি এম ড্রামা ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ পেয়েছে সোহেল তালুকদার পরিচালিত রোমান্টিক একক নাটক ‘লাভ ইউ স্টুপিড’। এন ডি আকাশের রচনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন মিরাজ খান, জ্যোতি ইসলাম, হারুন রশিদ বান্টি, আসমা শিউলীসহ আরও অনেকে। প্রকাশের পরই নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিরাজ খান। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, গল্প যেমন আকর্ষণীয়, চরিত্রটিও ছিল চ্যালেঞ্জিং। আবেগ, রোমান্স আর দুষ্টুমি সব মিলিয়ে বৈচিত্র্যময় ছিল অভিনয়। পরিচালক স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন, তাই চরিত্রটিকে প্রাণবন্ত করা সম্ভব হয়েছে। অভিনেত্রী জ্যোতি ইসলাম বলেন, গল্পটি পড়েই বুঝেছি এটি খুব বাস্তব। মেয়েদের আবেগ, মনের দ্বন্দ্ব ও সম্পর্কের চাপগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কাজের অভিজ্ঞতাও দারুণ। নাটকের নির্মাতা সোহেল তালুকদার জানান, আব্দুল মালেক প্রযোজিত ‘লাভ ইউ স্টুপিড’ এই নাটকে তিনি বাস্তব অনুভূতির ছাপ রাখতে চেয়েছেন। ‘রোমান্টিক গল্প হলেও চাইছিলাম চরিত্রগুলো যেন দর্শকের আশপাশের মানুষদেরই মনে হয়। পুরো টিম অত্যন্ত আন্তরিকতা নিয়ে কাজ করেছে,’ বলেন তিনি। প্রেম, হতাশা, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েন এইসব মিলিয়ে বাস্তবধর্মী গল্পে সাজানো হয়েছে ‘লাভ ইউ স্টুপিড’। রোমান্সের সঙ্গে জীবনের বাস্তব অনুভূতি যোগ হওয়ায় দর্শকের সঙ্গে গল্পটির দ্রুত সংযোগ তৈরি হয়েছে।



