বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশকলমাকান্দা সড়ক দুর্ঘটনায়, প্রাণ গেল এক নারীর

কলমাকান্দা সড়ক দুর্ঘটনায়, প্রাণ গেল এক নারীর

প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

সম্পর্কিত সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারী নি’হ’ত হয়েছেন।

শনিবার বিকাল তিনটার দিকে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া আক্তার উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তার কে ঢাকার একটি মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসার সময় কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে একটি অজ্ঞাত মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলে করে তারা রংছাতি ইউনিয়নের রামনাথপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চলে যান। গুরুতর আঘাতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কলমাকান্দা থানার (ওসি) মো. সিদ্দিক হোসেন কলমাকান্দা পরিবারকে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি

আরও খবর