খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’। এবার নেদারল্যান্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে এই উৎসবের ৫৫তম আসর। তাওকীর ইসলাম নির্মিত এই সিনেমাটি ‘ব্রাইট ফিউচার’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে। রটারড্যামে দেলুপির যাত্রা নিয়ে উচ্ছ্বস প্রকাশ করে বিজ্ঞপ্তিতে পরিচালক তাওকীর বলেন, “রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ করতে চায়, তখন একটু বিপাকেই পড়ে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদেরকে কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো। তাওকীর বলেন, “রটারড্যামের মত বিশ্বমানের প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্রের অংশগ্রহণ দেশের চলচ্চিত্রশিল্পের জন্য গর্বের বিষয়। বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এতে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।” খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত ‘দেলুপি’ গেল ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায়। সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে দেশের প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, এবং এই সময়ের রাজনৈতিক বাস্তবতা। সিনেমা অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে; তারা প্রত্যেকেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।



