রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশপালাশে জুলাই শহীদ ইমনের বাড়ির পেছনে অগ্নিকান্ড

পালাশে জুলাই শহীদ ইমনের বাড়ির পেছনে অগ্নিকান্ড

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

সম্পর্কিত সংবাদ

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পলাশে ইমনের বাড়ির পেছনে খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার রাত ১৪ ডিসেম্বর, আনুমানিক সাড়ে ১০টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দরিচর গ্রামে দুর্বৃত্তরা শহীদ ইমনের বসতবাড়ির পাশের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে শহীদ ইমনের পরিবার চরম আতঙ্কে পড়ে। তবে সৌভাগ্যক্রমে ওই সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পলাশ থানার (ওসি) শাহেদ আল মামুন জানান, ১৪ ডিসেম্বর রাত ১০ হতে ১০:৩০টা দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিন বলেন ইমনের বাড়ির পাশে হিরনের বাড়ি বাঁশঝাড়ের নিচে প্রথমে একটি খড়ের গাদায় আগুন দেয় কে বা কারা। ঐ আগুন নেভাতে নেভাতে ইমনের বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয় জনগণ দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এই অপ্রত্যাশিত অগ্নিকান্ডে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ওসি শাহেদ আল মামুন জানান আমারা ঘটনার তদন্ত করছি। এলাকাবাসী জানান, শহীদ পরিবারের উপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আলী মামুন মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্প্রতি

আরও খবর