চাঁপাইনবাবগঞ্জ সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো উফশী ও হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার ইয়াসিন আলী, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বোরো উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ২৪০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে ৪টি ইউনিয়নের কৃষকদের মাঝে ধান বীজ তুলে দেয়া হয়। বাকি ইউনিয়নে ও পৌরসভায় নির্ধারিত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।



