আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী ‘ডেভিল হান্ট-২’ অভিযান পরিচালনা করছে পুলিশ বাহিনী। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র আলমগীর সরকারকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামি, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আ.লীগ নেতা আলমগীর সরকারকে আটক করা হয়। আটক আলমগীর সরকার রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে ও সাবেক পৌর মেয়র ছিলেন।



