মহান বিজয় দিবস চাটখিল ও সোনাইমুড়ীতে যথাযথ মর্যাদায় সাথে পালিত হয়েছে। দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একইভাবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরীন আক্তার জাতীয় পতাকা উত্তোলন করেন। দুই উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী দুই উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো আলোচনা সভা সহ মিছিল করেছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার সকালে উপজেলা প্রাঙ্গনে ৭দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। সকাল ১১ টায় অডিটোরিয়ামে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের ফুল দিয়ে বরন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আলী হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, সহকারী কমান্ডার কাজী নজরুল ইসলাম ফারুক, জহিরুল ইসলাম ভূইয়া, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা শাহাজাহান রানা, জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিন হাসান, ওমর ফারুক, জেএসডি নেতা ফিরোজ আলম, চাটখিল প্রেসক্লাবের প্রতিনিধি সাংবাদিক মামুন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



