নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া ভাটিয়া পাড়ায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে শাহিনুর ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনুর ইসলামের সঙ্গে তার প্রতিবেশী মকলেছার রহমান গংদের দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী জমির সীমানা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মকলেছার রহমান, সামসুল হক, মকছেদুল, ইউনুছ আলীসহ কয়েকজন জমির সীমানার আইল সরাতে গেলে শাহিনুর ইসলাম বাধা দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাহিনুর ইসলামকে আটক করে লাঠিসোঁটা দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই রুবেল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।



