বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশঝিকরগাছা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝিকরগাছা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

সম্পর্কিত সংবাদ

ভারতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ ভারত যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে এলে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরবর্তী যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকার তথ্য নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, আটক আজাদের মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহাসানুল হাবী শিপলুকে বনানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ।

সম্প্রতি

আরও খবর