দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদী থেকে আবারো একটি মৃত ডলফিন (শুশুক) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা রামদাশ মুন্সিরহাট এলাকা থেকে ভাসতে থাকা অবস্থায় ডলফিনটি উদ্ধার করে নৌ পুলিশ। নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করে। এটি দৈর্ঘ্যে ১৯৬সেমি এবং ওজন ৭৩.৩ কেজি।
এটি একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী ডলফিন। আঘাতজনিত কারণে এটির মৃত্যু হতে পারে। মাথার ২ পাশে বড় আঘাতের ক্ষত এবং ডর্সাল পাখনার বামে আঘাতের চিহ্ন রয়েছে। ৩/৪ দিন আগে হয়তো ডলফিনটির মৃত্যু হয়েছে।



