শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশযশোর-২ আসনের বিএনপি প্রার্থীর বাসায় রাতে হামলা, গ্রামবাসীর হাতে যুবক আটক

যশোর-২ আসনের বিএনপি প্রার্থীর বাসায় রাতে হামলা, গ্রামবাসীর হাতে যুবক আটক

প্রতিনিধি, ঝিকরগাছা যশোর

সম্পর্কিত সংবাদ

যশোর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে গভীর রাতে অনুপ্রবেশ ও হামলার ঘটনা ঘটেছে। (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে এক অজ্ঞাত যুবক বাসভবনে প্রবেশ করে কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালায়। এতে কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী ধারালো বটি নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে সে বাসভবনের গেট টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় উপস্থিতদের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা এগিয়ে এসে ধাওয়া করে অভিযুক্ত যুবককে আটক করেন। পরে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঝিকরগাছা থানা পুলিশ জানায়, আটক যুবকের নাম-পরিচয় ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্প্রতি

আরও খবর