সিলেটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উদ্যোগে “স্বাবলম্বী” কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর দুঃস্থদের মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।



