চট্টগ্রামের কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে একটি চরঘেরা জাল যার দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার এবং তিনটি ভাসা জাল যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌ পুলিশের যৌথ উদ্যোগে হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া, হালদা অস্থায়ী নৌপুলিশের প্রধান এস আই রমজান আলী, সোহেল রানা, বোয়ালখালী মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান, ও হালদা পাহারাদার সুমন দাস।
মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলির নদীর মোহনা, কালুরঘাট ও কধুরখীল এলাকার বিভিন্ন অংশে অভিযান চালানো হয়।
অভিযান কালে ৯ শ মিটার একটি চরঘেরা জাল ১২ শ মিটার দৈর্ঘ্যের তিনটি ভাসা জাল জব্দ করা হয়। জালগুলোর বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। জব্দকৃত জালগুলোকে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। হালদা নদীর সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।



