এসেছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, যেখানে শুধু রোমান্স নয়, আছে পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতির ছোঁয়া। হাসিব হোসাইন রাখির লেখা ও পরিচালিত এই ৯০ মিনিটের ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে দেখা যায় তৌসিফ মাহবুবকে। ওয়েব ফিল্মটি ক্যাপিটাল ড্রামায় মুক্তি পায়। নীলা ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর মুকুটজয়ী। প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি শুনে নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পকে অনুভব করবেন। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে। অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘ফার্স্ট লাভ’ হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ প্রজেক্ট। আমাদের নায়িকার এটি প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শকরা ভালো লাগবে। পরিচালক হাসিব হোসাইন রাখি জানান, গল্পটা পুরোপুরি আমার নিজের লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য নতুন এক জার্নি। আশা করি দর্শকরা এই গল্পের সঙ্গে একটি বিশেষ যাত্রায় অংশ নেবেন।



