সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরজাতীয়চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার জন্য বন্ধ ঘোষনা , কারণ ‘নিরাপত্তাহীনতা’

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার জন্য বন্ধ ঘোষনা , কারণ ‘নিরাপত্তাহীনতা’

কুটনৈতিক বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে আজ ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে পোষ্ট করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশীতে ভারতের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল মানুষ। এসময় তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে। খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে- ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’। এসব শ্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করে। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল। পরে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারী হাই কমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যান। তবে ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ছোড়ার পাশাপাশি ও লাঠিপেটা করতে হয় পুলিশকে।

এর আগে গত বুধবার ঢাকায় জুলাই ঐক্য নামের একটি সংগঠন ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি দিয়ে বারীধারার ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল নিয়ে যেতে চেষ্টা করে। এসময় তারা ভারতবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ লাটঠপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরই ঢাকায় নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে বুধবার দুপুরে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বন্ধ করে দেয়া হয়।

তবে পরদিন ১৮ই ডিসেম্বর পুনরায় চালু হয় ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

ওয়েবসাইটে চট্টগ্রামে ভিসা সেন্টার বন্ধ ঘোষনার নোটিশে বলা হয় , রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে। এতে বলা হয়েছে ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

আইভ্যাক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলেছে, “সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সম্প্রতি

আরও খবর