শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশঅভয়নগরে মাছের ঘেরের পাশ থেকে মরদেহ উদ্ধার

অভয়নগরে মাছের ঘেরের পাশ থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

সম্পর্কিত সংবাদ

যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর ঝিড়ের বিলসংলগ্ন সড়ক থেকে সিরাজুল ইসলাম সরদার (৫০) নামে এক ঘের মালিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সিরাজুল যশোর সদর উপজেলার চাঁচড়া মাহিদিয়া গ্রামের মৃত মুনতাজ সরদারের ছেলে। তিনি ওই এলাকায় একটি ঘের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা বিল সংলগ্ন রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয় তারা। নিহত সিরাজুল সরদার ওই এলাকার একজন পরিচিত মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সম্প্রতি

আরও খবর