এই প্রজন্মেও মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরী। বিশেষত তিনি নাচে দারুণ পারদর্শী। চলতি বছর তিনি যে গানের মডেল হয়ে এবং নাচে গানে দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছেন সেই গানটি হলো ‘পাগলা পাগলী’ গানটি। গানটি লিখেছেন রাসেল কবির, সুর করেছেন আকাশ মাহমুদ, গেয়েছেন আকাশ মাহমুদ ও কলি সরকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে প্রকাশিত হবার পরপরই গানটি যেমন শ্রোতা দর্শকের মধ্যে আলোচনায় চলে আসে। তিনি জানান বিশেষত এই ‘পাগলা পাগলী’ গানের মিউজিক ভিডিওতে দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে আলোচনায় চলে আসেন অলংকার। এছাড়াও চলতি বছরে আঁখি আলমগীরের গাওয়া ‘জানের জান’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় ছিলেন। কনা ও হাসান ইকবালের গাওয়া ‘ঘুরাই চলো মনের হুইল’ গানের মিউজিক ভিডিওর মধ্যদিয়ে দারুণ সাড়া ফেলেন অলংকার চৌধুরী। অলংকার চৌধুরী বলেন,‘ চলতি বছরে বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করে দারুণ সাড়া পেয়েছি। বিশেষত পাগলা পাগলী গানের মিউজিক ভিডিওতে কাজ করে। গানটা যেমন সুন্দর কোরিওগ্রাফিও ছিলো দারুণ। এই গানটি সত্যিই বছরজুড়ে আমাকে আলোচনায় রেখেছে। এছাড়াও আঁখি আপার গানটার জন্য বেশ সাড়া পেয়েছি। ধন্যবাদ আমার ভক্ত দর্শককে সবসময় আমাকে কাজে অনুপ্রেরণা দেবার জন্য। ধন্যবাদ সকল নির্মাতাদেরকে , কারণ তারা আমাকে কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আগামী বছরে আরো ভালো ভালো কাজ করতে চাই যা এখন থেকেই পরিকল্পনা চলছে।’



