শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যরুম্মান রশীদ খানের পডকাস্টে বিন্দু

রুম্মান রশীদ খানের পডকাস্টে বিন্দু

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিয়েছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র বিশেষ অতিথি হলেন তিনি। ২০ ডিসেম্বর প্রচার হয় পর্বটি, এরপর ইউটিউবে দেখা যাচ্ছে পর্বটি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে বিন্দু তাঁর জীবনের প্রেম, গুঞ্জন ও বিয়ে নিয়ে এমন অনেক কিছুই বলেছেন, যা তিনি আগে কখনো গণমাধ্যমে বলেননি। বিন্দুর বিয়ে, সংসার এবং ব্যক্তিজীবন নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে, সেসব নিয়েও অকপটে বলেছেন। নতুন বছরে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ারও প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। এমন অনেক অজানা তথ্য জানা যাবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র এই পর্বে। এটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

সম্প্রতি

আরও খবর