ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখো/মুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। নিহত রাব্বি ও নিশান দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।



