চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রশাসনিক কর্মকর্তার (সচিব) অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হোসেনে আরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে ওই পরিষদে কর্মরত সচিব আকলিমা সুলতানা।
গত ১৮ ডিসেম্বর তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান হোসেন আরা বলেন, প্রশাসনিক কর্মকর্তা আকলিমা সুলতানা পরিষদে আসেন না। তিনি মাসে একবার এসে পুরো মাসের হাজিরা দিয়ে চলে যান।
ফলে এলাকার বাসিন্দারা সেবা বঞ্চিত ও হয়রানি শিকার হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়ে ছিলাম। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলক অভিযোগ এনেছে।
এ বিষয়ে আকলিমা সুলতানা বলেন, ইউপি চেয়ারম্যান হোসনে আরা পরিষদের দৈনন্দিন আয় নিজে নিয়ে যান। তার ছেলে পরিষদের কম্পিউটার বাড়ি নিয়ে যায়। পরিষদের যোগদানের পর তিনি আমাকে কিছুই বুঝিয়ে দেন না। এর প্রতিবাদ করায় স্থানীয় লোকজন দিয়ে হুমকি ধমকি দিচ্ছেন।
প্রসঙ্গত পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদের ৬টি ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার সাথে সংযুক্ত করার পর বর্তমানে ৩টি ওয়ার্ড নিয়ে পরিষদের কার্যক্রম চলছে। ফলে নানা জটিলতায় দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নির্বাচন হয়নি।



