সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশচুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পিস্তল উদ্ধার

চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পিস্তল উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯ শায়েস্থাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে। র‌্যাব সূত্র জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্থাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গা বৈরাগী টিলা এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তাওে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। র‌্যাব কর্তৃপক্ষ জানায়, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধাওে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর