রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশবামনায় বিজয় দিবসের পুরস্কার বিতরণ

বামনায় বিজয় দিবসের পুরস্কার বিতরণ

প্রতিনিধি, বামনা (বরগুনা)

সম্পর্কিত সংবাদ

বরগুনার বামনায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত মেলা, সাংস্কৃতিক ও শিক্ষার্থী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. পলাশ আহমেদ।

মো. মাহমুল হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মোল্লা ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাসির মোল্লা। এছাড়া রায়হান নাজির ধলু, মো. আসাদুল হক সোহাগ, মো. সজিব হোসেন মুন্না মো. এইচ এম আল আমিন, মো. মাসুদ রেজা ফয়সাল, মো. আল আমিন হোসেন, প্রদেশ মিস্ত্রি প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সম্প্রতি

আরও খবর