বাংলা গানের ভুবনে নতুন সুরের হাওয়া নিয়ে আবারও হাজির হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী সমীরণ দেওয়ান। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন গান ‘একাই তুমি’। গানটিতে সমীরণ দেওয়ানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শান্তা ইসলাম, কৌশিক আহমেদ অন্তর ও এহসান আল মিরাজ। গানটির কথা লিখেছেন নুর হোসাইন ও সমীরণ দেওয়ান। সুর করেছেন শিল্পী নিজেই। মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন কৌশিক আহমেদ অন্তর। গানটির মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়রুল আলম শুভ। পাশাপাশি মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে ছিলেন এহসান আল মিরাজ।



