বড়দিনের ছুটিতে ২৪ ও ২৫ ডিসেম্বর নাট্যদল বটতলা নিয়ে এসেছে ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুটি প্রদর্শনী। বরাবরের মতোই এই বিরুদ্ধ সময়ে রাজনৈতিক ভাষ্যে সরব বটতলা। এরই ধারাবাহিকতায়, ২৪ ও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বটতলার ভাষ্য এমন, ‘এই বিরুদ্ধ সময়ে যখন বিবিধ সন্ত্রাসে বিপর্যস্ত সময় ও সমাজ তখনও নাট্যমঞ্চই লড়াইয়ের মঞ্চ আমাদের।’ ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ। ‘রাইজ এন্ড শাইন মূলত’ একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প। ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এই নাটক। মঞ্চে একজন মরিয়মের মা হিসেবে প্রতিনিধিত্ব করেন দীপু চন্দ্র দাস, কিংবা যেকোনও শ্রমজীবী, প্রান্তিক, ভাগ্যহত মানুষের। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভুঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, শাহ নেওয়াজ ইফতিসহ অনেকে। বটতলা পরিচালক হুমায়ূন আজম রেওয়াজ জানান, ২৪ ও ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শন শুরু হবে। টিকিট পাওয়া যাচ্ছে অন্তর্জালে ও টিকিট কাউন্টারে।



