রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশটেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

প্রতিনিধি, কক্সবাজার

সম্পর্কিত সংবাদ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইসসহ বিপুল পরিমাণ মাদক সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক লেনদেনে ব্যবহৃত নগদ অর্থ, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের কার্যক্রম চলছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কেএনাইন ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে একটি বসতবাড়ির আলমারি ও সানশেড থেকে ১ হাজার ২৫০টি ইয়াবা ট্যাবলেট, ২২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং মাদক লেনদেনে ব্যবহৃত ১ লাখ ১৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা আলামত আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্প্রতি

আরও খবর