শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

মঙ্গলবার সন্ধ্যায় পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৫’ এর ৯ম চলচ্চিত্র উৎসবের। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ড. হামিদা খানম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ), সংস্কৃতিজন রাজীব মণি দাস ও স্বাস্থ্য প্রকৌশল মো. মোশাররফ সোহেন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), পরিচালক মো. ফাহাদ । রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরষ্কার অনুষ্টানের আয়োজন করা হয়।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন অভিনেতা আ.খ.ম হাসান, শামীম জামান- অভিনেতা ও পরিচালক, ফরিদ হোসাইন-অভিনেতা ও পরিচালক, মো. জাহিদুল ইসলাম- সাংবাদিক। দেশ ও দেশের বাহির থেকে ৭১টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ৭টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

উৎসবে সেরা অভিনেতা ক্লিনটন রোজারিও (আনারকলি)। সেরা চিত্রনাট্যকার সুমাইয়া হামিদ (এক রাত্রি)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার মমিন সরকার (গোল্ডেন বয়)। সেরা মিউজিক ডিরেক্টর অমিত চ্যাটার্জী (স্বপ্নের লন্ডন)। সেরা সম্পাদক রাজন সরকার (কালপুরুষ)।

সম্প্রতি

আরও খবর