বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, লোককাহিনিনির্ভর সিনেমা ‘রূপবান’-এর মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন সুজাতা আজিম। শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘অক্ষরের গল্পে’ অতিথি হয়ে নিজের জীবনের নানা অধ্যায় তুলে ধরবেন এই কিংবদন্তী অভিনেত্রী। অনুষ্ঠানে সুজাতা শোনাবেন তাঁর শৈশবের স্মৃতি, অভিনয়জীবনে প্রবেশের গল্প এবং কীভাবে তিনি ‘রূপবান’ হয়ে উঠেছিলেন-সে অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানটি নির্মিত হয়েছে সুজন আহমেদের প্রযোজনায়। উপস্থাপনায় রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানটি সম্প্রচার হয় আরটিভির পর্দায়। ১৯৪৭ সালে কুষ্টিয়ায় জন্ম নেওয়া সুজাতা আজিমের পারিবারিক নাম তন্দ্রা মজুমদার। তাঁর বাবা গিরিজানাথ মজুমদার এবং মা বীণা পানি মজুমদার। অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু হয় ১৯৬৩ সালে, ‘ধারাপাত’ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রে আসার পর নির্মাতা সালাউদ্দিন তাঁর নাম পরিবর্তন করে রাখেন ‘সুজাতা’। এর দুই বছর পর মুক্তি পাওয়া লোককাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘রূপবান’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি। সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।
১৯৬৭ সালে অভিনেতা-প্রযোজক আজিমকে বিয়ে করার পর তিনি পরিচিত হন সুজাতা আজিম নামে। বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে অবস্থান করলেও তাঁর অবদান স্বীকৃত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা এবং ২০২১ সালে প্রাপ্ত একুশে পদকের মাধ্যমে।



