এই প্রজন্মের সঙ্গীতশিল্পী তাসনিম আনিকা। বছরজুড়েই স্টেজ শোতে আনিকার ব্যস্ততা থাকে বলে জানান তিনি। সম্প্রতি তিনি এনটিভির উদ্যোগে শুরু হতে যাওয়া ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’-এর একটি পর্বের অতিথি বিচারকের কাজ করার সুযোগ পেলেন। দু’দিন আগে তিনি এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। জীবনে প্রথম এই ধরনের প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করে উচ্ছ্বসিত আনিকা। তাসনিম আনিকা বলেন,‘ আমার জীবনে কখনো এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিলো না। আমি গানের মানুষ। ভেবেছিলাম হয়তো কখনো গানের প্রতিযোগিতার বিচারক হবো। যেহেতু আমি নিজেও ফ্যাশন কনসার্ণ, স্টাইল কনসার্ণ-তাই আমাকে এই ধরনের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে নির্বাচিত করেছেন। পুরো সময়টাই আসলে ভীষণ উপভোগ করেছি। এটা আমার জন্য সত্যিই নতুন এক অভিজ্ঞতা। প্রত্যেক প্রতিযোগির জন্য অনেক শুভ কামনা রইলো। কৃতজ্ঞতা এনটিভির প্রতি।’



