মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিতারেকের ফেরা দেশের জন্য ইতিবাচক মনে করে এনসিপি

তারেকের ফেরা দেশের জন্য ইতিবাচক মনে করে এনসিপি

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে ফেরা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। তিনি দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না—এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।

সম্প্রতি

আরও খবর