মাছরাঙ্গা টেলিভিশনের একটি শো ‘রাঙ্গা সকাল’। আর এই শো’তেই প্রথমবারের মতো গান গাওয়ার সুযোগ হলো এই প্রজন্মের সঙ্গীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়ের। তিনদিন আগে জয় ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানে প্রচারের জন্য বারোটি গান গেয়েছেন। গানগুলো হলো ‘অলিরও কথা শুনে বকুল হাসে’,‘ আমি দূর হতে তোমারে দেখেছি’,‘ কতো যে তোমাকে বেসেছি ভালো’,‘ আমার এ দুটি চোখ পাথরতো নয়’,‘ ভালোবেসে গেলাম শুধু’,‘ বধূয়া আমার চোখে জল এনেছে’,‘ বুর্ঝিনিতো আমি’,‘ আজ দু’জনার দু’টি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে’,‘ এক হৃদয় হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’,‘ বৈশাখী মেঘের কাছে’ ও ‘আমার মন বলে তুমি আসবে’। জোবায়ের জাহাঙ্গীর জয় বলেন,‘ মাছরাঙ্গা টিভি কর্তৃপক্ষ এবং রাঙ্গা সকাল অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা আমাকে এই আয়োজনে গান গাইবার সুযোগ দেবার জন্য। বাংলাদেশে ও ভারতের কিংবদন্তী শিল্পীদের কন্ঠের কিছু জনপ্রিয় গান গাইবার চেষ্টা করেছি। শ্রদ্ধেয় বশীর আহমেদ, সুবীরনন্দী, হেমন্ত মুখোপাধ্যায়, জগজিৎ সিং’সহ আরো বেশ কয়েকজন শিল্পীর গান গেয়েছি। তবে এখানে সবচেয়ে বেশি ভালোলাগার বিষয় হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুর¯্রষ্টা এবং আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের কন্ঠের জনপ্রিয় গান আমার মন বলে তুমি আসবে গাইবার চেষ্টা করেছি। যদি কখনো রুনা ম্যাডাম আমার কন্ঠে গাওয়া এই গানটি দেখেন বা শোনেন , আমার ভুল ত্রুটি যেন তিনি ক্ষমা করে দেন। তার প্রতি ভীষণ শ্রদ্ধা ভালোবাসা থেকেই আমি গানটি গাইবার চেষ্টা করেছি।’



