শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যঢাকায় ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’

ঢাকায় ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

ঢাকার প্রেক্ষাগৃহে ২৬ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেল দুই ভিন্ন ঘরানার হলিউড সিনেমা- হরর-কমেডি ‘অ্যানাকোন্ডা’ এবং অ্যানিমেশন অ্যাডভেঞ্চার ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। ‘অ্যানাকোন্ডা’ নামটি শুনলেই দর্শকের মনে ভয় আর উত্তেজনার অনুভূতি জাগে। দীর্ঘদিন ধরেই দর্শকপ্রিয় এই সিরিজের নতুন সিনেমায় দেখা যাবে ভিন্নধর্মী গল্প। টম গরমিকান পরিচালিত এই হরর-কমেডি ছবিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহানসহ আরও জনপ্রিয় শিল্পীরা।

অন্যদিকে অ্যানিমেশনপ্রেমীদের জন্য থাকছে স্পঞ্জবব স্কয়ারপ্যান্টসের নতুন রোমাঞ্চ। জনপ্রিয় সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। ঢাকার প্রেক্ষাগৃহেও উপভোগ করতে পারছেন দর্শকরা। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার।

সম্প্রতি

আরও খবর