শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরনগর-মহানগরহাদি, কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

হাদি, কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে গিয়ে তিনি ফুল দিয়ে হাদির প্রতি শ্রদ্ধা জানান। সেখানে মোনাজাত শেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

একই দিনে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। একদিন পরে কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

কোকার কবর জিয়ারতের উদ্দেশে শনিবার দুপুর ২টার দিকে তারেক রহমান বনানী কবরস্থানে পৌঁছান। এরপর তিনি কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সূরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি।

এরপর তারেক রহমান যান বনানীর সামরিক কবর স্থানে। সেখানে তার শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর। সেখানে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক। মাহবুব আলী খান ১৯৮৪ সালে মারা যান। তার কন্যা জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালে।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে তারেক রহমানের গাড়ি বহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। আগের দুদিন তাকে বুলেট প্রুফ বাসে চড়তে দেখা গেলেও এদিন তিনি সাদা রঙের একটি এসইউভিতে চড়েন।

যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেদিন ঢাকার শাহ্জালাল বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কযাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে বক্তব্য দেন তিনি। এরপর মা খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে বাসায় ফিরেন তিনি। পরদিন গতকাল শুক্রবার বিকেলে তিনি পিতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে আততায়ীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাদিকে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির কবরে শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান ভোটার তালিকায় নাম লেখাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। সেখানে যাবতীয় প্রক্রিয়া শেষে তিনি প্রথমে ছোট ভাই পরে শ্বশুরের কবর জিয়ারত করেন।

সম্প্রতি

আরও খবর