শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনহলিউডবিবিসির চোখে ২০২৫ সালের সেরা ২৫ সিনেমা

বিবিসির চোখে ২০২৫ সালের সেরা ২৫ সিনেমা

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

বিবিসির চলচ্চিত্র সমালোচক কেরিন জেমস ও নিকোলাস বারবার ২০২৫ সালের সেরা সিনেমা গুলোর তালিকা প্রকাশ করেছেন। তালিকাটি কোনো ক্রমানুসার বা র?্যাংকিং নয়; বরং আলোচনার সুবিধার্থে নির্বাচিত সেরা কাজগুলোর একটি সমাহার। এতে অ্যাকশন থ্রিলার থেকে শুরু করে পারিবারিক ড্রামা, কমেডি, রাজনৈতিক সিনেমা, হরর ও অ্যানিমেশন সব ঘরানার ছবিই জায়গা পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’, যেখানে উইলিয়াম শেক্?সপিয়ারের পুত্রের মৃত্যু ঘিরে মানবিক শোক ও সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। স্বাধীন ধারার কমেডি-ড্রামা ‘সরি, বেবি’, ব্রাডলি কুপারের জীবনঘনিষ্ঠ কমেডি ‘ইজ দিস থিং অন?’ এবং পল টমাস অ্যান্ডারসনের রাজনৈতিক ডার্ক কমেডি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ তালিকায় বিশেষভাবে আলোচিত। এ ছাড়া পার্ক চান-উকের ব্যঙ্গাত্মক থ্রিলার ‘নো আদার চয়েস’, ব্রাজিলের স্বৈরশাসনের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য সিক্রেট এজেন্ট’, গাজায় এক শিশুর বাস্তব ঘটনার ওপর নির্মিত হৃদয়বিদারক ছবি ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ এবং জাফর পানাহির স্বর্ণপামজয়ী ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সমালোচকদের দৃষ্টি কেড়েছে। তালিকায় আরও রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি ‘ওয়েক আপ ডেড ম্যান’, ভেনিস উৎসবজয়ী ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’, আলোচিত হরর ‘ওয়েপনস’ ও ‘ব্রিং হার ব্যাক’, রায়ান কুগলারের ভ্যাম্পায়ার-হরর ‘সিনার্স’, অ্যানিমেশন ‘ওয়ালেস অ্যান্ড গ্রোমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’ এবং জাম্বিয়ার মানবিক ড্রামা ‘অন বিকামিং আ গিনি ফাউল’।সমালোচকদের মতে, ২০২৫ সালের সিনেমাগুলো শুধু বিনোদন নয় রাজনীতি, সমাজ, যুদ্ধ, পরিবার ও মানবিক সংকট নিয়ে শক্তিশালী বক্তব্য রেখেছে। গল্পের বৈচিত্র্য ও নির্মাণশৈলীর কারণে এই বছরকে সাম্প্রতিক সময়ের অন্যতম সমৃদ্ধ চলচ্চিত্রবছর হিসেবে ধরা হচ্ছে।

সম্প্রতি

আরও খবর