রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যবেতারের জন্য নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা

বেতারের জন্য নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতারের জন্য একটি বিশেষ থিম সং তৈরি করা হয়েছে। গানের শিরোনাম ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’, যা শুধুমাত্র বাংলাদেশ বেতারে প্রচারের উদ্দেশ্যে নির্মিত।গানটির কথা লিখেছেন নূরুল ইসলাম মানিক। সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী এবং সংগীতায়োজন করেছেন ইবনে রাজন। থিম সংটির শুরুতেই উঠে এসেছে নির্বাচনের উৎসবমুখর আবহ “জাতীয় সংসদ নির্বাচন, নাড়ছে কড়া দুয়ারে, সারাটা দেশ হাসছে দেখো, আনন্দেরই জোয়ারে।” গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কয়েকজন শিল্পী—সাব্বির জামান, অপু আমান, খালেদ মুন্না, মুহিন খান, রাশেদ, তানজিনা করিম স্বরলিপি, প্রিয়াঙ্কা বিশ্বাস, ইয়াসমিন লাবণ্য, শবনম প্রিয়াঙ্কা ও মিরাজুল সোনিয়া। গত সপ্তাহে ঢাকার বাংলাদেশ বেতার কেন্দ্রে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান বলেন, নির্বাচনী প্রচারণার এই গানটি করতে শিল্পীরা চার দিন সময় দিয়েছেন এবং ভিডিও নির্মাণেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাঁর আশা, গানটি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে অনুপ্রাণিত করবে। অন্যদিকে শিল্পী স্বরলিপি জানান, এটি তাঁর সংগীত জীবনে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গানটি শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে। বাংলাদেশ বেতারে প্রচারের মাধ্যমে এই থিম সংটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্প্রতি

আরও খবর