চলতি বছর প্রকাশিত হয়কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া গান ‘ময়না’। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। সিনেমাটিক আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। এবার একই টিম নিয়ে নতুন গান নিয়ে আসছে গানচিল মিউজিক। নতুন গানটির শিরোনাম ‘ও জান’।
আগের মতোই এই গানেও কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সংগীতায়োজনের জায়গায় এসেছে পরিবর্তন নতুন গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সংগীত আয়োজন করেছেন আভ্রাল সাহির। গানটির ভিডিও নির্মাণ করছেন আগের মতোই তানিম রহমান অংশু। নতুন বছরকে বরণ করে নেওয়া হবে এই গান দিয়েই।
পরিকল্পনা অনুযায়ী, বছরের প্রথম দিনেই গানটি প্রকাশ করা হবে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান। নতুন গানটি নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, “ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার গান। আর ‘ও জান’ হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, মিউজিক ও ভিডিও—সব কিছুতেই নতুন সংযোজন থাকবে।” কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার বলেন, “আসিফ ইকবাল ভাই রোমান্টিক গান অসাধারণভাবে লেখেন। এবার তার লেখা ভিন্ন রকম এক রোমান্টিক গানে কণ্ঠ দিলাম। আমার বিশ্বাস, এই গানটিও আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করবে।” জানা গেছে, গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। বরাবরের মতো এবারও ভিডিওতে থাকছে সিনেমাটিক চমক।



