হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো ধরনের অনুমতি ছাড়াই উর্বর কৃষিজমি থেকে টপ সয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
গতকাল রোববার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ছিট ফরিদপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, স্থানীয় একটি উর্বর ধানী কৃষিজমিতে এক্সেভেটর মেশিন ব্যবহার করে টপ সয়েল কাটা হচ্ছে, যা কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা আইনের পরিপন্থী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা অনুযায়ী উক্ত অপরাধে শিমুল আহমেদ (ম্যানেজার), বরাক ব্রিক ফিল্ডসকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির প্রোপাইটর ফারুক আহমেদ। দণ্ডপ্রাপ্ত শিমুল আহমেদ নবীগঞ্জ উপজেলার ছিট ফরিদপুর গ্রামের আব্দুল গনির পুত্র।
প্রশাসন জানায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে। এসব অপরাধ দমনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



