শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশশ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা

প্রতিনিধি, শ্রীমঙ্গল

সম্পর্কিত সংবাদ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আশিদ্রোন এলাকায় কৃষিজমির টপ সয়েল অবৈধভাবে কাটার দায়ে জিতেন দাস নামে এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট হয়—এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর