জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় শীতার্তদের শীতের কম্বল দিয়েছে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা।
বুধবার সংস্থাটির পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলার গুজিমারী গ্রামের মহান মুক্তিযুদ্ধে শহীদ আনোয়ারুল আজিম ছানার নামে সংস্থাটির নাম।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এদিন ৫০০ জন অসহায় গরিব ও ভাসমান মানুষদের মাঝে উন্নতমানের শীতের কম্বল বিতরণ হয়।
দেওয়ানগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে গুজিমারী গ্রামে এসব শীতবস্ত বিতরণ করা হয়।
শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক কমিশনার ও সংস্থাটির উপদেষ্টা রঞ্জু আহমেদ।
অনুষ্ঠানে শীতবস্তগুলো প্রদান করেন শহীদ ছানার কনিষ্ঠ ভাই ও সংস্থাটির প্রধান উপদেষ্টা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্ট জালালুল আজিম।
এতে স্থানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



