বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশবাগেরহাটে দুর্যোগ সহনশীল কমিউনিটি গড়ে তুলতে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্যোগ সহনশীল কমিউনিটি গড়ে তুলতে সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

উপকুলীয় জেলা বাগেরহাট ও খুলনায় ঘুর্নিঝড়, জলোচ্ছাস, বন্যা ও লবনাক্ততার কারনে শিশু, শিক্ষা ব্যবস্থা ও জীবিকা ক্ষতিগ্রস্থ প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে বাগেরহাটে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় পর্যায়ে সমন্বয় ও শিশু কেন্দ্রীক উদ্যোগ জোরদার করার লক্ষ্য নিয়ে বেসরকারী সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এ সভার আয়োজন করে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদরের দরিতালুক কোডেক সেন্টারের হলরুমে স্কুল শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থী, সংবাদ কর্মী ও সিপিপিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ সাদেকুল ইসলাম। জাগো ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের লক্ষ-উদ্দেশ্য ও কর্মকাল এবং এলাকা বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন সিলড প্রজেক্টের কো-অর্ডিনেটর শামসুন্নাহার। সভায় অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সংবাদকর্মী আজাদুল হক, আরিফুর রহমান, স্কুল শিক্ষিকা ফারজানা আফরীন, পিটিআই শিক্ষক মোঃ জিহাদুল ইসলাম শিক্ষিকা জিনাত আরা মোংলার সিপিপি সদস্য মোঃ রবিউল ইসলাম, আবু সাইদ বিপ্লব ও শিশু শিক্ষার্থী রুকাইয়া রহমান আবিহা প্রমুখ।

সম্প্রতি

আরও খবর