রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশনবীগঞ্জে সুমি দাশ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

নবীগঞ্জে সুমি দাশ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জে সুমি দাশ (২১) নামের এক গৃহবধূর হত্যাকান্ডের ঘটনায় তার স্বামী কৃষাল শেখর দাসকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
নিহত সুমি দাশ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা। গত ৭ জানুয়ারি সুমির মা বাবলী রানী চৌধুরী সুনামগঞ্জ সদর মডেল থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সুমির বিয়ে হয় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে কৃষাল শেখর দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে পারিবারিক কলহ দেখা দেয় এবং একাধিকবার সুমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নির্যাতনের একপর্যায়ে তিনি বাবার বাড়িতে চলে এসে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
প্রায় দেড় মাস আগে স্বামী ও শ্বশুর-শাশুড়ি তাকে বুঝিয়ে আবার সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকার ভাড়া বাসায় ফিরিয়ে নেন। গত ৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে সুমির শ্বশুর মোবাইল ফোনে তাঁর পরিবারকে সুমির মৃত্যুর খবর জানান। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে মরদেহ শনাক্ত করতে গিয়ে স্বজনরা সুমির গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।
পরদিন বৃহস্পতিবার সুমির মরদেহ তার গ্রামের বাড়ি নবীগঞ্জের দত্তগ্রামে দাফন করা হয়।
এদিকে মামলার পরপরই র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র?্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ সদর থানার ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কৃষাল শেখর দাসকে গ্রেপ্তার করে। পরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্প্রতি

আরও খবর