ভালুকা প্রেস ক্লাব কার্যকরি পরিষদ ২০২৬-২৮ মেয়াদে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি মো. মাইন উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ৪১ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি (১) মো. আতাউর রহমান তরফদার, (২) এমএ ছামাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় আসাদুজ্জামান সুমন ও দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার। কার্যকরী সদস্য পদে মো. কামরুজ্জামান মানিক, মো. কামরুল হাসান পাঠান কামাল, মো. শাহাব উদ্দীন ও কামরুল এহসান চন্দন নির্বাচিত হয়েছেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন এমএ মালেক খান উজ্জল, মো. রফিকুল ইসলাম হীরণ ও শ্রী রতন রায়। প্রেস ক্লাব সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ভালুকা প্রেস ক্লাব নির্বাচন সভাপতি মাইন উদ্দীন, সম্পাদক আলমগীর
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
সম্পর্কিত সংবাদ



