কেউ কি কল্পনা করতে পারত—একটি রাষ্ট্র, যাকে একসময় ‘অস্তিত্বের সংগ্রামে টিকে থাকা জাতি’ বলা হতো, সেই রাষ্ট্রই একবিংশ শতাব্দীর সবচেয়ে ঘৃণিত প্রতীকে পরিণত হবে? যে নামটি একসময় বুদ্ধিবৃত্তি, উদ্ভাবন ও প্রতিরক্ষার প্রতীক ছিল, আজ সেটিই মানবতার চোখে এক নৃশংসতার অভিধান হয়ে উঠেছে