নতুন বছরের রঙিন আলো আর আতশবাজির শব্দ মানুষের আনন্দের প্রকাশ হলেও প্রশ্ন থেকে যায়, এই আনন্দ কতটা নিরাপদ? মুহূর্তের উচ্ছ্বাসে আমরা প্রায়ই ভুলে যাই, এই তীব্র শব্দ ও আলো শুধু প্রকৃতি ও প্রাণীকুল নয়, অসুস্থ মানুষ, শিশু ও বয়স্কদের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে