সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনবলিউডমীনা কুমারী হচ্ছেন কিয়ারা

মীনা কুমারী হচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী। তার জীবনী অবলম্বনে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। এর নাম রাখা হয়েছে ‘কামাল অউর মীনা’। কে হবেন পর্দার ট্র্যাজেডি কুইন এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নানা জল্পনা। অবশেষে চূড়ান্ত হলো সেই নাম। নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা তার সিনেমায় মীনা কুমারীর চরিত্রে কাস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানিকে। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, বায়োপিকটি তৈরি হচ্ছে মীনা কুমারীর পরিবারের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে। সিনেমাটিতে দেখানো হবে মীনা ও তার স্বামী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কামাল আমরোহির জটিল প্রেম, টানাপোড়েন আর বেদনাভরা সম্পর্ক। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেটের বায়োপিক। নির্মাতাদের বিশ্বাস, মীনা কুমারীর চরিত্রে প্রয়োজনীয় আবেগ, গভীরতা ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি তুলে ধরতে পারবেন একমাত্র কিয়ারাই। মা হওয়ার পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন কিয়ারা আদভানি। চরিত্রটিকে বাস্তবধর্মীভাবে ফুটিয়ে তুলতে উর্দু ভাষা শেখার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ‘কামাল অউর মীনা’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের প্রথমার্ধে। ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। এখন সবচেয়ে বড় আগ্রহ কিয়ারার বিপরীতে কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন। প্রসঙ্গত , মাত্র ৩৮ বছর বয়সে তার মৃত্যু হলেও মীনা কুমারী আজও অগণিত ভক্তের হৃদয়ে এক ভালোবাসা।

সম্প্রতি

আরও খবর