রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনবলিউডসিনেমায় ফিরছেন ‘বজরঙ্গি ভাইজান’ এর মুন্নি

সিনেমায় ফিরছেন ‘বজরঙ্গি ভাইজান’ এর মুন্নি

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ছিল ‘বাজরাঙ্গি ভাইজান’। আর সেই সিমোয় ছোট্ট ‘মুন্নি’ নির্বাক পাকিস্তানি মেয়েটির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর সেই হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরছেন। জানা গেছে, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখ- ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

সম্প্রতি

আরও খবর