বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
হোমবিনোদনবলিউড‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস প্রকাশিত ২০২৫ সালের মোস্ট স্টাইলিশ ৬৭ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বের খ্যাতিমান লোকদের নিয়ে সাজানো এই তালিকায় শাহরুখের নাম আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। উল্লেখ্যযোগ্যদের মধ্যে তালিকায় রয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার, র?্যাপার ডোইচি, অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার এএসএপি রকি, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল ভিভিয়ান উইলসন, সংগীতশিল্পী ও টেলিভিশন

ব্যক্তিত্ব নিকোল শেরজিঙ্গার, অভিনেতা ওয়ালটন গগিন্স, অভিনেত্রী জেনিফার লরেন্স এবং কমেডিয়ান নাট্যকার কোল এসকোলা। ৬০ বছর বয়সী বলিউড তারকা শাহরুখ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম কারণ হলো- এ বছর মেট গালায় তার নজরকাড়া উপস্থিতি। ওই সময় তিনি পরেছিলেন ভারতীয় প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো রঙের কাস্টমাইজড পোশাক। নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘বলিউড তারকা শাহরুখ প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে অনুষ্ঠানকে যেন নিজের করে নিয়েছিলেন।” তালিকায় তার নামের পাশে দেওয়া হয়েছে মেট গালার কয়েকটি ছবি, যেখানে দেখা যায় শাহরুখের ব্ল্যাক বেসবোক মেন্সওয়্যার লুক।

সম্প্রতি

আরও খবর