মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে একাধিক রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর’। এখন লক্ষ্য একটাই-হাজার কোটির ক্লাব। গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিতর্ক সঙ্গী করেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে মুক্তির পর থেকে বক্স অফিসে কার্যত সুনামি চলছে। মাত্র ১৩ দিনেই ছবিটি পিছনে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, হৃতিক রোশনের ‘ওয়ার’র মতো সিনেমার আয়। এমনকী এসএস রাজামৌলি নির্মিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’র রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ‘ধুরন্ধর’র আয় ৪৩৭ দশমিক ২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট ব্যবসা দাঁড়িয়েছে ৬৭৪ দশমিক ৫০ কোটি রুপিতে। প্রথম সপ্তাহে দেশে ২০৭ দশমিক ২৫ কোটি রুপির ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও ছবিটির দাপট অটুট। দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি রুপি আয় করেছে ‘ধুরন্ধর’। সব মিলিয়ে জাতীয় স্তরে প্রায় ৪৩৮ কোটি রুপির ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে এ সিনেমা। এই গতি বজায় থাকলে খুব শিগগির হাজার কোটির ক্লাবে নাম লেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



