শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঢালিউডপাঁচ নায়িকা নিয়ে ‘ভালোবাসার প্রজাপতি’

পাঁচ নায়িকা নিয়ে ‘ভালোবাসার প্রজাপতি’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রেম, বাস্তবতা ও করোনাকালের ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির গল্পে উঠে এসেছে প্রেম, পরিবার এবং জীবনের কঠিন বাস্তবতার মিশ্র এক আবহ। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু আলীম, যিনি এতে অভিনয়ও করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি, শিপন মিত্র, মাহবুব তূর্য, শিরিনা আক্তার শিলা, আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকাসহ আরও অনেকে। জানা গেছে, সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে, বর্তমানে চলছে সম্পাদনার কাজ। নায়ক হিসেবে এটি রাজু আলীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তিনি বলেন, ‘আমি কোনো বিখ্যাত

অভিনেতা বা নায়ক নই। তবে পপির স্বামী হিসেবে অভিনয় করা আমার জন্য অনেক বড় অর্জন। পপি বাংলাদেশের মানুষের প্রিয় এক নায়িকা। তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।” মুক্তি প্রসঙ্গে রাজু আলীম জানান, ‘এখন এডিটিং টেবিলে কাজ চলছে। এরপর ডাবিং ও কালার গ্রেডিংয়ের কাজ শেষ হলে আমরা সিনেমাটি তিন ফরম্যাটে মুক্তি দেব। প্রেক্ষাগৃহে, ওটিটিতে এবং ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হিসেবে। আমরা আগামী ১৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

সম্প্রতি

আরও খবর