শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঢালিউডআসছে বুবলীর নতুন সিনেমা

আসছে বুবলীর নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

অবশেষে নতুন সিনেমার খবর জানালেন শবনম বুবলী। লম্বা সময় আর কোনও সিনেমার খবরে পাওয়া যাচ্ছিলো না এই নায়িকাকে। প্রায় ৮ মাস পর জানা গেছে বুবলী হাজির হচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা নিয়ে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করবেন আদর আজাদ। ছবিটি নির্মাণ করছেন জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, গল্পটি হবে আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার কাহিনি নিয়ে। আদর আজাদ থাকছেন এই সময়ের ব্যর্থ প্রেমিক চরিত্রে, আর বুবলী প্রেমিকা চরিত্রে। ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে বুবলী হাজির হয়ে বলেন, ‘সিনেমাটির নাম শুনেই এর গল্প সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো।’ নায়িকা যোগ করেন, ‘এখন অধিকাংশ সিনেমাই অ্যাকশন ভাইবে নির্মিত হয়। তার মাঝে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ সনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে এর শুটিং কার্যক্রমও শুরু হয়। নির্মাতা বিশ্বাস করেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলী-আদরের রসায়ন আগের চেয়ে আরও গভীর হবে, যা ছবিটিকে এনে দেবে আলাদা আবেদন।

সম্প্রতি

আরও খবর